পুরানো দিনের রবির আলোক
হঠাৎ পড়ল মনে,
ঝলসে ওঠে বুকের পাঞ্জর
অশ্রু চোখেরই কোনে ।

জল নিয়ে চোখে একা বসে বসে
ভাবি অতীতের কথা,
মনে পড়ে যায় দূর ছেলেবেলা
দিয়ে যায় বুকে ব্যথা ।

মায়ের মমতা, দিদির আদর
বাবার সে ভালোবাসা,
ছোট্ট হৃদয়ে গড়ত সুখেরা
অশেষ স্বপ্ন আশা ।

সেই সুখেতেই অবুঝ মনেতে
কেটে যেত দিন রাত,
ঘুমের মাঝেতে স্বপ্নপরীরা
ধরত এ দুটি হাত ।

মনে পড়ে যায় নিঝুম রাতের
ঘুমপাড়ানিয়া গান,
মায়ের আঁচলে মুখটা লুকিয়ে
মিছে চাপা অভিমান ।

কোথায় আমি ছোট্ট সেই নীল ?
কোথায় সে ছেলেবেলা ?
কোথায় গেলি রে জীবনটা ছেড়ে
করিনি তো অবহেলা ।

অবুঝ মনের সংবিধানটায়
ইচ্ছে ভাষারা ছিল,
অবুঝ রেখাটা পেরোতেই সেটা
বদল করে কে দিল !

সংবিধানটা যে রয়েছে পড়ে
বদলে গেছে রে ভাষা,
বিবেক যে এখন বিচার করে
সঠিক ভুলের কথা ।

পুরানো দিনের অনেক স্মৃতি
করে শুধু আনাগোনা,
দু চোখের জলে কাজল ঝরিয়ে
কবিতার জাল বোনা ।

রচনা : ০৫/০৬/২০১৩