খাঁচায় রাখবি বলে মেয়েটার মন
হেলায় ঘুচালি তুই নিজের জীবন ।

কখনো কি জোর করে বন্দি করা যায়
চায় না সে ধরা দিতে মনের খাঁচায় ।

না জানিলি প্রেম দিতে নিজ মন পরে
কি করে রাখবি তারে খাঁচার ভিতরে !

আগে ভালোবাস তুই নিজের জীবন
আপনি যে ধরা দেবে প্রেম গুঞ্জন ।

বোঝে নাযে তোকে কভু তার পিছু যাস
ক্ষণিকের সুখ লাগি খুঁজিস আকাশ ।

তবু তুই ছুটে গেলি এ জীবন ভর
মেয়ে হল বড়ো সুখী তুই হলি পর ।

রচনা : ০৩/১১/২০১৩