যদি ফিরে যাই সংগোপনে
এই ঝিরিঝিরি বরষার দিনে
সকল কষ্ট আড়াল করে মেঘলাকাশের ভেলায় চড়ে
দুর মহাশূন্যের পারে.........
কিংবা যদি চড়ুই হয়ে ঘরের গোপন কুঠির ছেড়ে
সিক্ত ডানায় যাই উড়ে
লুকিয়ে যাই গহীন বনে দুরদুরান্তে
কোনো বড়ো গোল পাতার আড়ালে......
কিংবা যদি বৃষ্টি হয়ে ঝরে
বয়ে যাই পল্লির কাদা মাটির বুক চিরে
তাল পলাশে ঘেরা জলাশয়ের তরে......
কিংবা যদি বৃষ্টিস্নাত গাংচিল হয়ে
উড়ে যাই দুর অজানায়
যেখানে বিনিদ্র আঁধারের ছায় !
যদি ফিরে যাই ক্লান্তির বিছানায়
সেদিন খুঁজে নিও মোরে
নিরব অক্লান্ত কবিতায় কবিতায়......