দেখেছে কি কোনোদিন সূর্য চাঁদের মুখ
চাঁদই বা দেখেছে কি তপ্ত রবির বুক ?

আলো কি দেখেছে কভু অন্ধকারের মায়া
আঁধারই কি ছুঁয়ে গেছে অমলিন আলো-ছায়া ?

জীবন্ত প্রাণটা কি দেখেছে মৃত্যুটাকে
মৃত্যু কি দোলে যায় জীবন্ত প্রাণশাখে ?