আকাশ কেঁদে বলে অশ্রু বৃষ্টি জলে
পড়ছি ঝরে অঝোর ধারায়
উষর মাটির কোলে ।


বর্ষা এলে পরে কয়েক মাসের তরে
কাঁদতে যে হয় সারাবেলা
কষ্ট বুকে ধরে ।


বাংলা মায়ের বুকে কষ্টে ধুকে ধুকে
বাঁচার অন্ন দিই যে তুলে
বাংলাবাসীর মুখে ।


আকাশ কেঁদে বলে একদিন যাব চলে
বিদায়ের ও সুরে সুরে
বৃষ্টি আঁচল তুলে ।


writing date : 24/06/2007