জন্ম যখন ______
প্রসূনের মতো মন নিষ্পাপ উদার
বিধাতা থাকেন শিরে আলো কি আঁধার ।


মধ্যস্থ জীবন______
পাপড়ী কিছু যায় ঝরে পাপ আসে মনে
আলো অন্ধকারে ভেসে যায় প্রতিক্ষণে ।


মৃত্যু যখন______
ডাকে স্মৃতি পিছে ফিরে চায় বারে বারে
অসহায় হয়ে মেশে শেষ অন্ধকারে ।  


রচনা : ২৩/০৫/২০১০
জীবনের ক্যানভাস