গ্রাম্য রেলের রাস্তা ধরে
ছুটে চলা এক ছেলে
মায়ের আঁচল ছেড়ে
নিভৃতে নির্বাসনের সন্ধানে !
আঁধার নেমেছিল রাস্তায় রাস্তায়.....
কেউ চোখ তুলে চায়নি তার পানে ,
ধারালো পাথর আঘাত হেনেছিল
সর্বত্র পদতলে !
আঁধারে ডুবে থাকা রাস্তায়, পাথরে
হয়েছিল রক্তক্ষরণ !
সেই দাগ কেউ দেখেনি,
ছেলেটাও না |
শুধু বিনিদ্র ছিল সিক্ততার অনুভব
তবুও ছেলেটার হয়নি মরণ !
আজও চলেছে ছুটে সেই ছেলে
নিভৃতে নির্বাসনের সন্ধানে !


রচনা : ০৩/০৫/২০০৯