(১)
কুয়াশা ঢাকা
হেমন্ত ইতিকা ঐ
হাঁটিছে একা ।  

(২)
মেঘমালা রে  
শুভ্রতা হারালি ঐ
সন্ধ্যা অন্তরে ।