স্বপ্ন বলে রাখি তোরে ইচ্ছে সুখে ভালো
বাস্তব জীবন তোর করে দেয় কালো ।
তা শুনিয়া বাস্তব কহে ওহে স্বপ্ন বাবু
আমার দৃঢ় বক্ষে তুমি হও কেন কাবু ?
স্বপ্ন বলে মোর জগতে যায় রে হর্ষ তরে
কোনজনই বা চায় থাকিতে পাষান খেলাঘরে !
বাস্তব বলে বলিস কথা কোন অধিকার নিয়ে ?
হেঁটে তোরে যেতেই হবে পাষানপুরী দিয়ে ।
স্বপ্ন বলে জানি আমি একটি বিন্দু বারি
পরক্ষণেই তোর আঘাতে যাই রে সবই ছাড়ি ।
তবুও রে আমি হীনা তুই হবি বৃথা
অহংকার নয় এটা হৃদ অন্তরের কথা ।


রচনা : ১২/০৬/২০০৮