ভেবেছিলাম একটা গান লিখব রাতদুপুরে
ভরা জোছনার জোয়ারে
অসহায় জীবেদের ঘর্মাক্ত অবয়ব হতে
বিন্দু বিন্দু ঘাম নিয়ে
যারা সারাদিন মাঠে ঘাটে
মাটির বুক চিরে হালের ফালে
রাত্রিরে তাঁতের খোঁয়ারে যান্ত্রণার সুর চষে,
ধর্মপত্নীর হাতে কয়েকটা সুতোর খি
ঘুরন্ত চরকা..........


ভেবেছিলাম একটা গান লিখব শেষ বিকেলে
ক্ষুধার্ত শিশুর কান্না দিয়ে
পথের ধারে বসে থাকা ভিখারীটার
বিনিদ্র ক্লান্ত চোখের তলে জমে থাকা
প্রদীপ অঞ্জনের মতো কালি নিয়ে ।


বহুদিন চলে গেল
গান লেখা আর হয় না ....
সমব্যথী হৃদয়ের ক্রন্দ্রনে ভেসে গেছে
স্থায়ী অন্তরা সঞ্চারী ....
আজও শুনি প্রতিরাতে অক্লান্ত মাকুর চিৎকার
চরকার গান, ফুটপাতে ভিখারীটার আর্তনাদ
তবুও কোনো গান লেখা হয় না
গড়তে পারি না ত্রিস্তরের কঙ্কাল !