আমি সনাতন নীল প্রস্রবণ কৃষ্ণের পূজা করি
নানান প্রসূনে মালিকা যে বুনে দেহখানি তাঁর ভরি ।
আমি সনাতন উদার মনন আল্লাহকেও ভজি
এক ঈশ্বর অবিনশ্বর এক ফুল দুই সাজি ।
আমি সনাতন মনে প্রতিক্ষণ আর এক ধর্ম প্রতি
জাগে ভালোবাসা শ্রদ্ধার ভাষা চাই না গো কোনো ক্ষতি ।
আমি সনাতন লভে যাই ধন ধর্মের ডিঙি চড়ে
মসজিদে যাই ভগবান পাই, পাই মন্দির কোলে ।
আমি সনাতন মুক্ত পবন খোলা বিশ্বের বুকে
এসো মোর ভাই একসাথে চাই সাম্যতা সুখে দুখে ।
আমি সনাতন সঙকির্তন করি মন্দির কোলে
'কোরান'ও পড়ি 'গীতা'খানি ধরি আল্লা-কৃষ্ণ বোলে ।