বহুপথ হেঁটে গেল অনিত্য জীবন
পথে ছিল ধূলোবালি মরুভূমি বন ।
পথ মাঝে এলোচুলে এসে এক নারী
সযতনে নিয়ে গেল তার মনবাড়ী ।
সুখের বিছানা দিল আঁচলের তলে
দিল বহু ভালোবাসা নোনা অশ্রুজলে ।
তারার মালিকা গেঁথে রাতের প্রহরে
রাখত সাজিয়ে মোর হৃদয়ের ঘরে ।
সেই নারী নাই আজ গেছে পরবাসে
ছিন্ন মালিকাগুলো কাঁদে দুরাকাশে ।
কাঁদি আমি নিশিরাতে ভেবে তার কথা
নিরব কান্নাতে ভেজে মাধবীর লতা ।
যতদূর গেছে পথ শেষ মৃত্যুধাম
লিখে যাব ততদূর প্রেয়সীর নাম ।