দিবাকর ক্লান্ত হলে গুটায় আঁচল
প্রদোষের ক্ষণে ঝরে শিশিরের জল ।
বলাকারা যায় ফিরে ঝরিয়ে সাঁজাল
আলতো আঁধার বোনে তামসীর জাল ।
প্রদীপ নিভলে পরে তুলসীর থানে
ভাবনের শিখা জ্বলে বুকের গহীনে ।
স্মৃতিগুলো বসে কাঁদে খোঁজে প্রিয়জন
ভাঙা বুকে বারে বারে সুখের দহন ।
হাঠাৎই ঢাকল তারা মেঘেদের সারি
কান্না যেন অন্ধকারে হয় পথচারী ।
চলে গেছে অভিমানী দুরে বহুদুরে
খুঁজে ফেরে মন তারে আলো অন্ধকারে ।
প্রেম ছিল বুকে তার বালুকার বাঁধ
নামিয়েছে নিশি যেন ইতিকার চাঁদ ।