প্রভাতবেলা একটা পাখি মুক্তি নিয়ে বুকে
নীলাকাশে পাখনা মেলে উড়ান দেবার সুখে ।
সারাটা দিন হেথায় সেথায় শুধুই ওড়াওড়ি
দ্বিপ্রহরে পাখি যেন বাঁধন ছাড়া ঘুড়ি ।
বিকেল হলে সূর্যিটা ওই টলমলিয়ে ঢলে
গোধূলিটা বিদায় ছবি আঁকে মেঘের কোলে ।
প্রদোষক্ষণে যায় রে পাখি ফিরে আপন নীড়ে
যায় ভেসে যায় এক পৃথিবী আঁধার সিন্ধু তীরে ।


রচনা : ০৮/০৬/২০০৭