মাঝি বৈঠাখানি নাও
পাল উড়িয়ে স্রোতের টানে
আলোর গাথা গাও
মাঝি বৈঠাখানি নাও ।
ভাসান পথে গানের কলি
মুক্ত করে দাও
হৃদয় ঘরে বদ্ধ করে
কেমনে রেখে যাও ?
মাঝি বৈঠাখানি নাও ।
ও পারেতে আঁধার ঘাটে
ভিড়বে যখন নাও
তারই পরে ওগো মাঝি
যেথায় খুশি যাও
মাঝি আলোর গাথা গাও
মাঝি বৈঠাখানি নাও ।