ভিজে গেছে মাটি
অনেক বৃষ্টি হলো সারাটি দুপুর
সোনা রুপো কাঠি
ছুঁইয়ে দিল মনে জলধির সুর,
সেই সুরে বিন্দু বিন্দু জলধারা এসে
জলধির পূর্ণরুপ দেয় অবশেষে ।


জোয়ার ভাটায়
ছলোছলো ঢেউ রবে ভরে থাকে বেলা
নীল ছায়া গায়
বয়ে যায় ছন্দ তালে সৃজনের খেলা,
সেই খেলা বর্ণ ভেলা জলধির বুকে
জীবন্ত লাশ হয়ে জেগে থাকে সুখে ।