ইতিকার মহাসাগর শুকিয়ে যাচ্ছে প্রতিক্ষণে
জ্বলন্ত রবি অবয়ব ঢাকে ধূসর চাদরে :
গোধূলি গগনে
নীড়ে ফেরে সাদা কালো বলাকার দল ;
আলতো আঁধারের আঁচল ছুঁয়ে
সময় চলে যায় নিশ্চুপ সিঁড়ি বেয়ে
বিভীষিকা হয়ে যায় অশ্বথ্থ বট,
ক্লান্তির ছায়া জেগে রয় এক মুমূর্ষ জীবনে ;  
নেশাখোর চোখ চায় এক পৃথিবী ঘুম
স্মৃতির প্রাচীর ডিঙিয়ে,  
অনুভবে হেঁটে যায় অদেখা অন্ধকারের সাম্রাজ্য ।
তারপর শূন্যতা...................
            সব নিঝঝুম !
অনুভবের গুমোট আঁধারে এক ক্লান্ত বলাকার ঘুম ।