শ্যাওলা ভরা গভীর জলে নামতে গিয়ে দেখি
ঘাটের বুকে মৃত্যুমায়া কাটছে আঁকিবুকি ।
ডাকছে আমায়-আয় চলে আয় অতল গভীর জলে
থাকবি সুখে শান্তি ফুলের স্নিগ্ধ পরিমলে ।
কম্পিত বুক তবু উৎসুক-কেমন শান্তি ধরা
শান্তি গানে আছে স্থায়ী সঞ্চারী অন্তরা ?
আসি হে মৃত্যু ফিরলাম পিছু রহস্যময় তুমি
সময় হলেই পৌঁছে যাব তোমার শান্তি ভূমি ।