আমি ভুলে গেছি তার কথা
যে এসেছিল চাঁদ হয়ে
মায়াবী জোছনায় ভরে
হৃদয়ের প্রান্তরে ঘটিয়েছিল এক পৃথিবী বিপ্লব ।


মনে পড়ে : অনেকটা রাত ছিল
আমার সাধের আকাশ জড়িয়েছিল
গুটিকয়েক তারা
নিরালা প্রান্তরে ঘাসফুল ছুঁয়ে জেগেছিল ঝিঁ ঝিঁ
সেদিন কড়া নেড়েছিল এক চাঁদ,
অন্ধ আবেগের হাত ধরে মুক্ত দরজায় দাঁড়িয়ে
আমি হারিয়েছিলাম অম্লান জোছনায়,
এক কোনে নিভৃতে বেঁধেছিলাম তারে ;
সেদিন অনেকটা রাত ছিল, অনেকটা রাত....


আজ নেই চাঁদ নেই
এখন অন্য পৃথিবী অন্য আকাশ তার ।
কেউ শুধোলেই বলি-আমি ভুলে গেছি তার কথা ।
নিজেকে বলতে পারিনি ।
আমি কি সত্যি ভুলেছি তাকে ?