আমার পৃথিবী আজও জেগে
জোনাই আলো মেখে
রিক্ত গহীন রাতের বুকে ।
নিজের স্বার্থে রাত্রি জড়ায়নি পৃথিবী,
তাদের স্বার্থে :
পথভ্রান্ত ক্লান্ত পথিক, নীড়হারা পাখি,
তাঁতের খোঁয়ারে ঘর্মাক্ত তাঁতী
শেষ বিকেলে পরিশ্রান্ত চাষী .....

"জ্যামিতিক কোনো আকারে
ভাগ করে দে তোদের যন্ত্রণা আমার জন্য"
-পৃথিবী হাত তুলে বলে দেয় ।
চাঁদ হাসে, হাসে রাত জাগা পাখি :
"কি বোকা রে তুই ! কি নির্বোধ !"
বোকা পৃথিবীও হাসে নিজের মতো করে ।
নির্বুদ্ধিতার আঁচলে বোধটুকু লুকিয়ে রেখে
পৃথিবীও বলে : "আমি বোকা, আমি নির্বোধ" ।