শান্ত দীঘি,
অভিমানী সাদা কালো হাঁসগুলো
চঞ্চু লুকিয়ে নিশ্চুপ
নিশ্চুপ শাপলার প্রেম প্রতীকরূপী পত্র গুলো,
কোনো ফুল নেই ;
বাতাসের প্রবাহ নেই
তাই দোল লাগে না জলে ।
-হয়তো তাই.....
নীল আকাশে শুভ্র আঁচল ছড়িয়ে
উড়ে না স্বপ্নকন্যে মেঘ
তাই তো কন্যে প্রতিচ্ছবির সিঁড়ি ভেঙে
দৃশ্যমান হয় না দীঘির আয়নায় ।


খেয়াঘাট ছেড়েছে নাও
থেমে গেছে !
জল কাটে না লেখনী বৈঠায় ।
যেন শান্ত গঙ্গার দুটি কূল
অশান্ত পদ্মার কাছে চায় একমুঠো বাতাস ।