মনে পড়ে -
অনন্ত মহাকাশের পথে
যাত্রা শুরু হয়েছিল একদিন
আবক্ষ কাজল মেঘের অমূল্য অশ্রুপাতে ।

পার হয়েছি শত শত ছায়াপথ
সহস্র গ্রহানুপুঞ্জের ধাক্কায় আমি ক্ষত বিক্ষত,
কেবল একটি নক্ষত্রের বহুরূপী উত্তাপে
ঝলসে গেছে দেহ !
তবুও হেঁটে গেছি কামনার গিরিপথে :
অনন্ত মহাকাশে...........

ভেবেছিলাম -
যদি অশ্রুর বিনিময়ে পেয়ে যাই তারে
কোনো শীতল গ্রহ বা উপগ্রহের তীরে
কিংবা সহস্র নক্ষত্রের ভিড়ে
তাই আবক্ষ যন্ত্রণায় কান্না কুড়িয়ে
হেঁটে গেছি শূন্যের পথে............
অবশেষে উড়তে দেখেছি সৃষ্টির সফেদ শঙ্খচিল ।