রোদেলা দুপুর, ক্লান্ত পথিক !
পত্রহীন করঞ্জের তলে
ছায়ার ছন্দপতন,
মেঘকন্যের কাজলহীন দুটি চোখ
চোখের ভিতর জমে থাকে
অনেক বরফ....

অক্লান্ত চাতক !
অমলিন তৃষ্ণায়
ছন্দিল আগুন নিয়ে খেলে,
চায় -
ব্যথায় কাতর হোক কন্যের বুক,
তার দু ফোঁটা অশ্রু ।
তাই অবিরত ডাকে.......
গলে না বরফ চোখের ভিতর ।
বেলা পড়ে !
ঘরমুখো হয়ে উড়ে যায়
জীবনের আধপোড়া মানচিত্র ।