একটি আকাশ মৃত্যুকে ছুঁতে চায়
প্রশান্তি পরিখার বাষ্পীভূত জল
আবক্ষ ধরে
মেঘ হয়ে ভেসে যায়
বৃষ্টি ঝরায়
তপ্ত রৌদ্রের দাবদাহ শেষে
বৈশাখী বিকেলে যেভাবে বৃষ্টি নামে
প্রশান্তির নগ্ন দেহকে জড়িয়ে ।
পাখির গানে সন্ধ্যা নামে না
প্রদীপ জ্বলে না
শুধু বৃষ্টি নুপূরে হেঁটে যায়
মেঘকন্যের দল
যন্ত্রণার ধ্বজা উর্ধ্বে তুলে ।
বৃষ্টি ভেজা জোনাই জ্বলে
কপ্পিত রেটিনার আয়নায়
প্রতিচ্ছবি হয়ে ।


শোষিত জীবনের আর্তনাদ
কেউ শোনে না এখন !
নিঃস্বার্থ চাঁদ জোছনা বিলায়
তবু সেই মানুষ ভোলে না স্বার্থের গান
যারা স্বপ্নের বিনিময়ে
বাস্তব ছিনিয়ে নেয়
সহস্র দগ্ধ পিঞ্জর থেকে ।


একটি আকাশ শুধু মৃত্যুকে ছুঁতে চায়
যে আকাশের তলে
সহস্র শোষিত জীবন
রেনু হয়ে উড়ে যায়,
মিশে থাকে
সহস্র ফুলের কোমল সত্ত্বায়
আগামীর হাজারো সূর্য জন্ম দেবে বলে ।