অসুখ, তোমার ভীষনরকম অসুখ
প্যারাসিটামল শ্রাবন বেলা তোমার পাশে বসুক।


কাদাজলে মাখা গামছার গিঁট
উষ্ণতা ছোঁয়া ফারেনহাইট
দুই ফোঁটা ঘাম অবাধ্য স্রোতে মোহনায় গিয়ে মিশুক।
অসুখ, তোমার ভীষনরকম অসুখ।
সুসান্ত্বনার শীতল হাওয়া তোমায় ছুঁয়ে আসুক।


গল্প লিখেছে লাঙলের ঋণ
নোনা হয়ে গেছে পোড়া নিকোটিন
হলুদ আদরে বাঁধ ভাঙা জ্বর থার্মোমিটারে হাসুক!
অসুখ, তোমার ভীষনরকম অসুখ।
পান্তাভাতের আদর এসে তোমায় ভালোবাসুক।