জানি না কীসের টানে
ঘুম ভেঙে গেল রাতে !
অনুরাগী মনে উঠেই আমি
লেখনী নিলাম হাতে ।

জোছনা মেখে নিলাম
উঠোনে দাঁড়িয়ে একা,
চেয়ে থেকে দুরে পেলাম আমি
হাজার তারার দেখা ।

স্বপ্নপরীরা এলো,
তাদের বুকে চড়ে
নেশাখোর হয়ে তখন আমি
সুদূরে গেলাম উড়ে ।

তারকা সাজিয়ে আমি
মালিকা করে নিলাম,
স্বপ্নপরীর গলেতে সেটা
স্নেহেতে পরিয়ে দিলাম ।

অক্ষরমালা গড়ি
নিস্তব্ধ এ রাতে,
হাজার হাজার স্বপ্ন আঁকি
নগন্য এই হাতে ।

কোথাকার কোন ছেলে
কে বা আমায় জানে !
আঁধার মাখা স্বপ্নগুলো
ঠিক আমাকে চেনে ।

বিনিদ্র হয়ে রাতে
আমি সত্যি কি এক কবি ?
কেনই বা চায় আঁকতে  মন
ভাবনায় জাগা ছবি ?

স্তব্ধ রাতের মাঝে
স্তব্ধ হয়ে থাকি !
উত্তরগুলো খুঁজে ফেরি আর
স্বপ্নগুলোকে মাখি ।


-(03/03/2013)