যে পথ ধরে হেঁটে এলাম গত সন্ধ্যায়
সে পথ জুড়ে শুধু ডাইনোসরের কুহেলিকা কঙ্কাল !
এক টুকরো হাড় এখনো গেঁথে আছে পায়
অসহ্য যন্ত্রনাকে যাবজ্জীবন সান্ত্বনায় লুকিয়ে রাখি
এক রুমাল অন্ধকারে


আমি জানি- ওপাড়ার মতো গরিবি আকাশ ভেঙেছিল
কত কতোকাল আগে ...
এখনো ভাঙে বলে প্রতিনিয়ত চিতায় উঠে উঠে
কঙ্কালগুলো ফিরে আসে বারবার ...
তবু শ্বাস চলে, চলতেই থাকে


উনুন জ্বলে না ঠিকই তবে-
ফিরিয়ে নেওয়ার আগুন নিয়ে শশ্মানটা আজও বলে ওঠে-
শান্তিতে ঘুমুতে পারি না টুকু !!


সে পথ ধরেই হাঁটছি আমি ...
পৃথিবীর সমস্ত সভ্যতা
হোঁচট খেতে খেতে এগিয়ে চলেছে সরিসৃপের মতো,
কত সহস্র ডাইনোসর সভ্যতার ভার কাঁধে নিয়ে
এখনো সংগ্রাম করে চলেছে ডহরে ডহরে  ...
আমি দেখেছি- সুসভ্যতার স্যাঁতসেঁতে কন্ঠস্বরের তলায়
ঝুঁকে ঝুঁকে তারা প্রানভরে শ্বাস নিতে চায়


কে বলেছে- ডাইনোসরেরা বেঁচে নেই ?
পথে পথে তো থাকবেই কর্মঠ কঙ্কালের মুখ


সভ্যতার পরিচিত পথে হাঁটতে হাঁটতে দেখেছি
না অরন্যের জারজ সন্তান- ধূধূ করা উন্মুক্ত বুক,
পৃথিবীর সব-সব পাড়াতেই প্রসূক্তা পরিচ্ছেদের প্রবাহতে
পৈশাচিক পানসির প্রচ্ছদ


প্রহেলিকার প্রাচীর ডিঙিয়ে প্রাগৈতিহাসিক ডাইনোসরগুলো
আজও হেঁটে চলে- বাঁচবে বলে, বাঁচাবে বলে ...