পূজো এলো বলেই - জেগে ওঠে নিষিদ্ধ নদী
পূজো এলো বলেই - অবেলার আগমনী
তলপেটে বেঁধে নেয় লালরঙা মাঠ


মঙ্গলঘটে উজার করা বীর্য
যৌবনা দূর্গাকে কাঙ্খিত নীল শাড়ীটার স্বপ্ন দেখায়


তাই, পূজো এলো বলেই ...


পূজো এলো বলেই - শরতের দূর্গারা মুছে ফেলে
জঙ্ঘা বেয়ে গড়িয়ে পড়া রক্ত
পূজো এলো বলেই - দূর্গারা খোঁজে ফেরে
মহালয়ার মন্ত্রমাখা ভোর


সব দূর্গা, সব সমর্পিতারা জেনে গেছে
মন খারাপের রাত  - 'মা' হলেই
জেগে ওঠে পৃথিবীর সব - 'সাদা'


তাই, পূজো এলো বলেই - রাত পাখিটার স্বপ্নগুলো আত্মহত্যার শপথ নিয়েও বেঁচে থাকে হাজারটা বছর ...