রাতভর জাগে কবিতা লেখার লোভ
ধ্যানস্থ এক দস্যু রত্নাকর
উইমাটি মেখে হব আমি বাল্মিকী
এই বাসনাতে ভরেছি এ অন্তর ।


মন কুরে কুরে খায় রামায়নী সুর
লঙ্কাযুদ্ধ হবে আর একটি বার
আমিই না হয় হলাম লঙ্কাপতি
ত্রিভুবনে সব করে দেব ছারখার ।


হুনুগুলো সব থাকবে সাগরতীরে
হুংকার দেব শোন বজরং সেনা
অমর আমি তিনটি ভুবন জুড়ে
রাম শ্যাম যদু কেউ ছুঁতে পারবে না ।


এক দুই নয় বন্দী হাজার সীতা
আজও কাঁদে যারা লঙ্কার কারাগারে
কলির বিশ্বে আছে একটিও রাম
লঙ্কাপতিরে চ্যালেঞ্জ ছুঁড়তে পারে ?


ভালোবাসা বলে রাখব না কিছু আর
ভেঙে দেব সব সম্পর্কের সাঁকো
ভিতু রামেদের কানগুলো দেব ছিঁড়ে
ব্রহ্মাস্ত্রটা কলগায় তুলে রাখো ।


জটায়ুর জটা পুড়ে গেছে সেই কবে
হুনুও তোলেনি গন্ধমাদন গির
পথের দু'পাশে ধূলাতে লুটায় আজ
শত সহস্র দাশরথীদের শির ।


শালিকের মতো ফুরুৎ রামের দল
লক্ষ সীতার দু'চোখ গর্ভবতী
রামের অভাবে গাঁথা হবে রামায়ন
পড়বে নতুন প্রজন্ম সন্ততি ।


বুঝবে তারা এই সমাজের বুকে
মহারথী রাম আজ বড়ো প্রয়োজন
তখনও আমি হুংকার যাব ছেড়ে
বন্ধ করো এ নাটকীয় প্রহসন ।


রাম জাগরনে বিধাতার পদতলে
ঔদ্ধত্যটা দিয়ে যাব বন্ধক
রাম আছে তবু রামহীন রামায়ন
জানবে সেদিন হয়ে গেছে সার্থক ।