বাসন্তী নদী ঘেরা রঙের শহর
দৈর্ঘ্য প্রস্থে মাপি তার পরিসীমা,
নদীজল ধুয়ে দিলে শহরের মন
সাত রঙে গান গায় দোল পূর্ণিমা।


বাতাসের বুকে ভাসে কুহুর কাজল
আবিরের আল্পনা রামধনু সুরে,
কামিনী ফুলের মালা, খোঁপার আদর
সরে সরে যায় মেঘ শেষ রোদ্দুরে।


প্রেম কম্পাসে আঁকা বৃত্তের চাঁদ
জোছনা মাদুর পাতে শহরের কোলে,
বেরঙীন সব রাত জেগেছিল যারা
নদী এসে ধুয়ে দেয় বাসন্তী জলে।