আকাশেতে মেঘ ছিল না বৃষ্টি তবু হলো,
ঝিরিঝিরি অঝোর ধারা হঠাৎ নেমে এলো ।
খুঁজতে কারন পেলাম হঠাৎ পাকুড় ছায়ের তলে,
একটা যুবক নিদ্রা গেছে এক যুবতীর কোলে ।
কখন জানি ছিলাম চেয়ে উদাস হৃদয় নিয়ে,
মনের তরী ঠাঁই নিয়েছে স্মৃতির ঘাটে গিয়ে ।
স্মৃতির ঘাটে জল থইথই নিরব তরী একা,
সেই যুবতীর সুশ্রী মুখে প্রিয়ের ছবি আঁকা ।
স্বপ্নগুলো ডুঁকরে কাঁদে ভগ্ন পাটাতনে,
হারিয়েছে বৈঠা তরী প্রিয়ার অভিমানে ।
পাকুড় ছায়ে তাদের প্রেমে ছিলো রে মন ডুবে,
বৃষ্টি যে তাই নেমেছিল প্রিয়ার কথা ভেবে ।
মন তরীটা কষ্ট নদে এঘাট ওঘাট ফেরে,
অনেক বছর হলো আমার নাই রে প্রিয়া ঘরে ।