লালরঙা মনগুলো উড়ে যায়
পড়ে থাকে কত শত দাবি।
নীলাকাশ ডেকে বলে- রঙ নয়
কান্নাতে ভেজে নাকছাবি।


ভিজে যায় কিশোরীর সিঁথিপথ
বর্ষারা নামে খালি পায়ে।
মেঘেদের মতো সব একাকার
বুঝিনা কে ডাইনে কি বাঁয়ে!


বুঝে আর কাজ নেই, চল সব
মুখ বাঁধি মিছিলের দেশে!
মুখোশেতে ফুটে থাকে ঝিঙেফুল
পুঁইমাচা থাকে ভাগশেষে।


মাচাটাও জলে ভেজে একাকার
কি দারুন ব্যাঙেদের ছাতা!
ওপাশেও মানুষেরা থাকে সব
তুমি ভাবো শুধু কলকাতা।