ভোরের আবছা আলোয়
ভাগ হয়ে যাওয়া শরীরগুলো
সন্ধ্যা এলেই সেজে ওঠে


রাত নামলেই মিলে যায় ...


পৃথিবীর দুর্বোধ্য সমীকরণের আখড়ায়
কন্ডোম কাটা জীবন
সংসারের বৃন্ত থেকে ছিনিয়ে আনা শাদা ফুল
সতিচ্ছেদের রক্তে একশা


কচ্ছপ ভালোবাসা দু'টাকার দড়ি কিনতে গিয়ে
খিস্তি খায়
মনে পড়ে অন্তর্বাসে ফুটে আছে রজনীগন্ধা


আলো ফুটলেই নিঃস্বার্থ সংসারযাপন