ওরা যে ঘুমায় কবরের তলে শশ্মানের কোলে কোলে
ওদের বুকেই পা রেখে সব, সভ্যতা বয়ে চলে !
ওদের আকাশে ফুটে ওঠে চাঁদ, জ্যোৎস্নার নেই দাবি
শুধু কলম চলেছে ভাষা বিপ্লবে, জন্মেছে কত কবি !
কতো পোড়া লাশ মমির শরীর, দগ্ধ মেঘের খেলা
স্বর্ণপুরীর স্বাধীন সৌধে, পোড়ে কত ঊর্মিলা !
সন্ন্যাসী হয়ে চলেছে পৃথিবী, সাধকের সন্ত্রাসে
সবুজ সেঁজুতি গড়েছে সোপান, শাণিত সর্বনাশে !
ওরা যে ঘুমায় শেষ সুষমায়, সূর্যের ছায়াতলে
তাদের ঝরানো শেষ যৌবনও সমাজের কথা বলে !