ওড়নায় ঢাকা অভিমানী ভোরগুলো
শ্রাবণীর চোখে ঘুম ঘুম রুপকথা।
শহুরে গল্প আবছা আলোতে ঢেকে
ভালোবাসাবাসি চাবির লকেটে গাঁথা।  


নদী আর নদী, স্মৃতির গল্প বেশ
সাঁতরে চলেছি নৌকোর আশেপাশে।
যাদের বলেছি- তোদের মন্দ হোক
তারাও কাউকে মন থেকে ভালোবাসে।


মন থেকে মন, বেড়ে চলে উষ্ণতা
বেহিসেবি টান, অভিমান অগোছালো।
রুপকথাময় আঁধারে শহরে জুড়ে
ভালো থেকো তুমি, শ্রাবণী নামের আলো।