তোমার আঁচলে একটাই মৃত মুখ
চোখে চোখে নামা ইশারা অন্ধকার
সন্ধ্যা প্রদীপে পোড়ে যার খোলা চুল
নগ্ন শরীরে ঔষধী অলংকার ।


তোমার গর্ভে জানি একটাই ভ্রূণ
সে ভ্রূণের কিছু কথা আজ ইতিহাস
আঁশটে রাতের নজর বিছানো পথ
ভেজা ভেজা ধূলো বাঁধ ভাঙা উচ্ছ্বাস ।


তোমার বক্ষে নীল করুনার মাঠ
আকাশি রঙের একটাই খোলা মন
স্বাধীনতা - যার স্তনের বৃন্তে ঘর
কেগো তুমি আজ তোমাকেই প্রয়োজন ।