রান্নাঘরের চালে
তিনটে শালিক ঝগড়া করতে করতে
কখন জড়িয়ে নিয়েছে নিঃস্বার্থ ঘুম


কতগুলো দিন উড়ে গেছে পিঁপড়ের ডানায়
কতগুলো রাত নিঃশব্দে রূপকথা নিয়েই শেষ


নতুন অধ্যায়ের এলোমেলো বাতাস
পরাগ জামাটা খুলে বিন্দাস ...
খোলামাঠ গুটিয়ে নিয়েছে শতরঞ্জির নকশা


সেই ঘুড়িকাটা সিঁথিচেরা পথ
কেমন একটা মা মা গন্ধ -
যেন কোনো সরকারী চাকুরীজীবী মাতৃত্বকালীন
ছুটিতে নিঃসাড়


সময় হলেই ফিরবে হয়তো ...


এখন নিষ্পাপ ফুলের পাপড়িতে আঁকা থাকে
ক্লান্তির স্বাধীনতা
শালিকের বুকে কেউ এসে হাত দিলে দেখবে তো
এখনও 'জল পড়ে পাতা নড়ে' ?


তবু ঝগড়ালু বিশ্বাস জেগে থাকে
জানি একদিন আবার ঝগড়া হবে রান্নাঘরের চালে চালে
ফুলে ফুলে আঁকা হবে উৎসাহের দিগন্তচেরা আকাশ ...