তোমার দুয়ারে ইতিহাস কড়া নাড়ে
তোমার জঙ্ঘা ছুঁয়ে গেছে মহাকাল,
তোমার দু'চোখে হেরোডোটাসের হিম
আঁচলের কোলে মহাজনী বৈশাল ।


তোমার ইশারায় ইলিয়াড কথা বলে
রাত বিছানায় ওডিসি-র সহবাস,
খোঁপার চুলেতে বিদ্রোহী জনগন
চরনের তলে স্পার্টার ক্রীতদাস ।


তোমার নাভীতে কলিঙ্গ খেলা করে
নাকের নোলকে অশোক-বিম্বিসার,
উদাসী ঔষ্ঠে মগধের ভালোবাসা
সিঁথি সম্ভ্রমে গিরিশের গান্ধার ।


তোমার অশ্রুতে ইতিহাস বয়ে চলে
তোমার সেঁজুতি ষোড়শের পাঞ্চাল,
স্তনের যুগলে বিন্ধ্য আর হিমাচল
শরীরের ভাঁজে অনন্ত মহাকাল ।