সারারাত কাল কেটেছে নিষ্পলক
ঘুমের সাথে আড়ি,
বসে বসে শুধু ভাবতে থেকেছি
কোথা যাব এ সমাজ ছাড়ি ।


একি কলঙ্কময় সমাজের মাঝে
আমাদের বসবাস?
যে সমাজ শিশুকেও দেখে বাসনার চোখে
না দেয় আদরভরা জীবনের আশ্বাস?


বড় উদ্বেগে বিহ্বল আমি
কি করে হই শান্ত ,
ঘরে যে আমারো মেয়ে সন্তান
প্রাণোচ্ছল অফুরন্ত ।


নাচ গান ছেড়ে কুম্ফু ক্যারাটে
সেটাই ভাল বোধ হয় ...
যদি তাতে ঐ হায়নার দল
একটু হলেও থমকায় !


মিটিং মিছিল মিডিয়া প্রচার
কত কিছুই তো হয় ,
তবুও কী ওই নরকের কীট
একটূও ভয় পায়?


শকুনের নজরে দেখে ওরা সব
শিশুকেও দেখে নারী -
কামনার আগুনে ঝলসানো এক
ঘৃণ্য পিশাচ ভারী !


আজ মায়েরা মন খুলে চায়
মেয়ে হোক ঘরে ঘরে ,
আজ মেয়ে আর অবাঞ্ছিত নয়
বাঁচেনা অনাদরে ।


এস আজ সবাই মিলে শুধু এইটুকু চাই
বন্ধ হোক এই লালসার বলি -
মেয়েদের যেন দিতে পারি শুধু মুক্ত আকাশ
আর নিষ্কলঙ্ক পৃথিবীর একমুঠো ধূলি।।