যেতে যেতে একলা পথে
          ভেবেছি কতবার
যেতে গিয়েও হয়নি যাওয়া
          পিছুটানে বারবার।


চারিদিকে কত আপনজন
       আমার ভালবাসার মানুষ
এদের ছেড়ে একলা থাকা
        অসম্ভবের ফানুস।।


তবু আজ সময় এসেছে
      একাকী পথ চলার,
ছেড়ে যেতে হবে একসাথে সব
     কেউ আর নয় আপনার।


আজ হঠাৎ চোখ মেলে দেখি
    কেউ তো নেই সাথে...
ভালবাসি বলে ডেকেছিল যারা
    আমায় সাজিয়েছে যতনেতে।।


যেতে যদি হয় তবে... একলাই যাই
       অনেক দূরের পথ
সাথে কেউ নাই,একলা ডিঙোতে হবে
       কত মরু পর্বত।।


পিছনে তাকাতে চোখ জলে ভরে
   শুধু চেনা মানুষের ভিড়
এরাই তো আমার আপনার ছিল
   বন্ধু সুনিবিড়।।


যেতে যেতে তাই বলে যাই শুধু
     আবার আসিব ফিরে
কেঁদোনা বন্ধু, যাইনি কোথাও
     আছি তোমাদেরকেই ঘিরে।।