প্রস্তর যুগ থেকে এসেছি আধুনিক যুগে,
পেয়েছি কৃষিচাষ, পেয়েছি শস্যাদি-
নারীদের অপরিসীম অবদানে।


বর্বর অসভ্য যুগ থেকে এসেছি সভ্য যুগে-
জ্ঞানের আলোর মশাল জ্বেলে,
সভ্যতা আজ ব্যর্থ-
মানব সমাজকে করতে সভ্য;
মানব সমাজ আজ অসভ্য বর্বরতায় মত্ত;
তবু নির্লজ্জের মতো দাবি করি-
আমরা মানব জাতি সৃষ্টির শ্রেষ্ঠ!


ধর্ষণ-ধর্ষণ বলে আর্ত চিৎকার করে
বিশ্ব মানব সভ্যতা,
চারদিকে শুনি শুধু সভ্যতার অকাল
প্রয়ানের বারতা।