তুমি কি জানো?
কতটুকু বাদল ধারায় বরষা নামে,
কতটুকু আঘাতে মেঘে-মেঘে বৃষ্টি ঝরে;


তুমি কি জানো?
কতটুকু হৃদয়ের বেদনায় পাহাড় কাঁদে,
কতটুকু ভালবাসার টানে নদী ছুটে চলে
পারাবার পানে;


তুমি কি জানো?
কতটুকু আধাঁর নিয়ে গোধূলি আসে,
কতটুকু কষ্টে বেলা শেষে, সাঁঝে-
ফুল ঝরে;


তুমি কি জানো?
কতটুকু স্বপ্ন নিয়ে জীবন বাঁচে,
কতটুকু ভালবাসা পেলে হৃদয়ে-
সুখ জাগে;


তুমি কি জানো?
কতটুকু অশ্রুজলে দু’চোখে বরষা বহে,
কতটুকু আঘাতে রক্ত ক্ষরণ হয় হৃদয়ে;


তুমি কি জানো?
কতটুকু কষ্ট পেলে মানুষ ফাঁসিতে ঝুলে,
কতটুকু বিষ খেলে মানুষ মরে;


তুমি কি জানো?
কতটুকু চিন্তা করলে মানুষ-
পাগল হয়ে ঘুরে;


আমি জানি,
প্রশ্ন গুলো প্রশ্ন হয়ে রয়ে যাবে,
তুমি উত্তর দিবেনা;
তুমি পেয়েছ সুখের ঠিকানা আর
আমি পেয়েছি এক পৃথিবী বেদনা।


রচনাকাল ঃ ২৩ জানুয়ারী, ২০১৫