হে নন্দিতা, তুমি আজ দূরে;
খোয়াই থেকে অদূর তিতাসের তীরে;
যেখানে তোমার ঠিকানা আর আমার
স্বপ্নগুলোর সীমানা প্রাচীর;
ফাগুনের হাওয়ায় যেন তোমার সুখের নীড়|


আমার স্বপ্নগুলো আজ তিতাসের বুকে ভেসে
বেড়ানো নৌকার ছেঁড়া পাল,
জীবন ঘিরে হতাশা আর নিরাশার হাতছানি
যেন বেদনার মহাধূম্রজাল|