কত বেদনা সইতে পারে মানুষ আমি তো জানিনা!
ফিরে ফিরে পাই শুধু আমি বেদনার ঠিকানা;
বেলা শেষে বিকালে কত ফুল ঝরে যায়
বেদনায়- সবার অজানায়।


দুঃখ বুকে চেপে নদী বয়ে যায় সাগর পানে
শুধু ভালবাসার টানে;
আমি তোমায় ভালোবেসে আজ অবশেষে-
দাঁড়িয়েছি বেদনার মহা-সীমান্তে,
শুধু কষ্ট আর কষ্ট আমার আগে-পিছে;
যেন জ্বলন্ত চিতা জ্বলে আমার হৃদয়ের গহীনে,
আমি বেদনার মহা-সীমান্তে।


কত ভালবাসি তোমায় তুমি বুঝলে না!
দিয়ে গেলে আমায় শুধু বেদনার ঠিকানা,
দুঃখ গুলো আমায় ঘিরে আত্ম-চিৎকার করে
হৃদয়ের গহীনে- সংগোপনে।


আমার ঠিকানা আজ চির দুঃখময় ব্রহ্মপুত্র
বালুকা বেলা,
তোমার সুখের ঠিকানা হল তিতাস অববাহিকা;
যে আনন্দের শেষ নেই আছে শুধু শুরু-
আমার আনন্দ-হাসি ছিল তোমাকে ঘিরে,
সেই আনন্দ হারিয়ে গেল খুব সহজে,
আমি এসে অবশেষে দাঁড়ালাম-
বেদনার মহা-সীমান্তে।