আজ আমার হারানোর কিছু নেই,
সব তো ফেলেছি হারিয়ে হৃদয় পৃথিবীর সীমানা ছাড়িয়ে;
যে ভালবাসাকে হৃদয় পৃথিবীর মাঝে আগলে রেখে ছিলাম,
আজ সেই ভালবাসা হারিয়ে গেছে তিতাসের তীরে।


ফেলে আসা সব অতীতের স্মৃতি বেদনার করুণ সুরে-
হৃদয় মাঝে বাজে প্রতি ক্ষণে-ক্ষণে,
বেদনার শ্রাবণধারার মতো ঝরে অশ্রুসজল অঝোরে;
আমি আজ নিঃস্ব, একেবারে নিঃস্ব!


আজ আমি যেন জলহীন মৃত নদীর মতো বয়ে চলি;
হয়তো বা কোন একদিন বিলীন হবো বালুকা বেলায়-
সব কিছু রবে শুধু মহাকালের স্মৃতির পাতায়।


হারিয়ে গেছে আমার সব স্বপ্ন-সাধনা তিতাসের তীরে;
আজ আমি সাথী হারা বিহঙ্গের মতো আছি নিঃসঙ্গতায়-
বেদনার নীড়ে; শৃঙ্খল স্বপ্নগুলো আজ বেদনার চিতায়-
বাঁচার তাগিদে আত্ম চিৎকার করে!
তুমি হীন সব কিছু নিঃচিহ্ন, দুঃখময় পৃথিবী!
আলো হীন যেন পূর্ণিমা রাত্রি।


দুঃখ গুলো যেন হানা দেয় প্রতিক্ষণে ক্ষণে,
কিন্তু ভয় নেই আমার শত দুঃখের বাণে,
সব তো হারিয়েছি শুধু তোমার মাঝে।