আমাদের শহরের নামকরণ হয়েছিল-
সম্রাট আকবরের প্রধান সেনাপতির নামে,
নামটি ছিল তার মান সিংহ;
তার নামেই হয়েছিল মৈমনসিংহ।


শতাব্দী প্রাচীন আমাদের এই শহরে
আকাশ চুম্বী গড়ে উঠেছে দালান কোঠা,
পথে-ঘাটে, হাট-বাজারে বেড়েছে কোলাহল,
বেড়েছে মানুষের পদচারণা।


আমাদের শহরে সুসজ্জিত উদ্যান নদীর তীরে
যেখানে পিপাসিত মনের তৃষ্ণা মিটে,
দূর হয়ে যায় মনের সকল অবসাদ;
সেখানে জ্যোৎস্না রাতে আলোর কিরণে
সৌন্দর্য্য বিলিয়ে দেয় রূপালী চাঁদ।


শহরের পাশে বয়ে চলেছে লৌহিত্যধারা
নদীতে ছুটে চলে নানান রঙের পাল তোলা নৌকা,
নদীর এপারে শহর, ওপারেতে সবুজ গ্রাম;
সবুজ নিসর্গে দুটি চোখ যেন হারিয়ে যায় অবিরাম।


রচনাকাল ঃ ৭ই জানুয়ারী, ২০১৮ খ্রিঃ