আমার স্বচ্ছন্দ যখন তোমাকে ঘিরে
তখন বলো আমার কি আর থাকে?
আমার তৃপ্ততা আমার ইচ্ছে গুলো-
শুধু একান্ত তোমায় ঘিরে খেলা করে!


তবু যদি বলো আমি ভালোবাসি না
এর চেয়ে কষ্ট আর কি হতে পারে!
ভালোবাসি ভালোবাসি এ কথাটি
বুঝাতে কি পাহাড়সম উপমা লাগে?


টেনে আনো যদি ভুলত্রুটি পূর্বেকার
গুণ টানার মতো করে যে বার বার!
জানো, বড্ড কষ্ট লাগে মনের ভিতর
হৃদয়ের মাঝে যেন ব্যথার উত্তপ্ত থর!


তুমি আমাকে যাই বলো হয়তো রাগি
তবু সহসা ভুলে যায় সেসব রাগারাগি,
যখন সম্মুখে তোমার চোখে চোখ রাখি
আমি ভুলে যাই সব রাগ তোমার প্রতি!


আমি ভালোবাসি তোমায় ভালোবাসি
তুমি আমার ভাঙাঘরের জোছনারাশি,
তোমার ভালোবাসার মায়াবী পরশে-
চিরকাল ধন্য আমি ওগো ধন্য আমি!


রচনাকাল : ১৫ই অক্টোবর,  ২০২২ খ্রিঃ
রচনাস্থান : বিসিক, ফতুল্লা, নারায়ণগঞ্জ