আমি যদি হই তব সিক্ত কেশে
বিমোহিত চিরায়িত সেই ঘ্রাণ!
তুমি থেকো তুমি থেকো মিশে
হবে নাকো কভু ওগো অম্লান!


আমি যদি হই তব খোঁপায় গুজা
হলুদ গাঁদা, কেমন হবে তব সাজা?
তোমার ভালবাসার রঙে আমি যে
পাবো চির পরিপূর্ণতা, পরিপূর্ণতা!


আমি যদি হই তব শাড়ীর আঁচল
সুতার বুননে রঙিন নকশা যত;
সেই শাড়ীর আঁচল জড়িয়ে নেব
আমার গায়ে পরম পরশে অবিরত!


আমি যদি হই তব কর্ণের দোল
দোল খাওয়ানো জোড়া ঝুমকা;
আদরে আদরে থেকো যে তুমি
চিরকাল হয়ে আমার ভালবাসা।


আমি যদি হই তব পায়ের নূপুর
রিনিঝিনি শব্দে যেন উতলা দুপুর;
রিনিঝিনি শব্দে বয়ে যাক না-
রাঙা ফাগুনের শতসহস্র দুপুর!


রচনাকাল: ৫ই এপ্রিল, ২০২৪ খ্রিঃ
রচনাস্থান : কলাবাগান, বিসিক, ফতুল্ল্, নারায়ণগঞ্জ