আমি অভাবী বলে-
আমার গায়ের জামাটার
রঙ উঠে যাওয়ার পরও পরি;


আমি অভাবী বলে-
ছিঁড়ে যাওয়া জুতাটিও সেলাই
করে পরি অভাবের তাড়নায়;


আমি অভাবী বলে-
স্মার্ট হতে পারি না দামী জামা
আর স্যুট কোট আর পারফিউমে;


আমি অভাবী বলে-
আমার ঘরখানা হতে পারে
কারো গোয়াল ঘরের চেয়ে ছোট্ট;


আমি অভাবী বলে-
আমার পকেটের ওজন নিতান্ত
কারো পকেটের ওজনের চেয়ে কম;


আমি অভাবী বলে-
কারো সাথে প্রতিযোগী হয়ে
আগাতে পারিনা অনেক দূর পর্যন্ত;


আমি অভাবী বলে-
হয়তো তোমায় দেয়া কথাও রাখতে
পারিনা, তাই আশ্রয় নেই মিথ্যের;


অবশেষে তবু আশা রাখি:
একদিন আমার এ অভাব দূরীভূত
হবে আর আসবে সুখের বারতা!


রচনাকাল : ২৫ জুন, ২০২৩ খ্রিঃ
রচনাস্থান : বিসিক, ফতুল্লা, নারায়ণগঞ্জ