পৃথিবীর চিরায়িত নিয়মে একদিন
চলে যাবো- না ফেরার দেশে,
হতে পারে সেটা সময়ে-অসময়ে;
সব স্মৃতি হারিয়ে যাবে বিস্মৃতির
অতল গহ্বরে, মহাকালের স্রোতে।


তবু স্বপ্ন দেখি, এ জগতে হাজার
বছর বেঁচে থাকার,
কিন্তু বাস্তবতায়- এ স্বপ্ন আকাশ কুসুম
স্বপ্নের বিভোরতা;
আর এ যেন মোহগ্রস্থ হৃদয়ের একান্ত কাতরতা।


আমি বেঁচে আছি এ জগেতে- আমার
অস্তিত্বে, যেমনি ভাবে এক টুকরো বরফ
জলে পরিণত হওয়ার আগ পর্যন্ত টিকে
থাকে আপন অস্তিত্বে;
জানি, মৃত্যু কেড়ে নিবে আমার অস্তিত্বকে
এক কড়াল গ্রাসে,
তবু, আমি বেঁচে আছি আমার অস্তিত্বে।


আত্মকথার গোপন সুরে ব্যথিত হৃদয়ে
বেজে ওঠে যেন বেদনার করুণ সুর,
বরষার শ্রাবণধারায় হৃদয় জগতে
যেন বরষা নামে- কত যে বেদনাবিধুর!


রচনাকাল : ৩রা জুন, ২০১৭ইং